Budget 2019: মোদী সরকার ২.০ এর প্রথম বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন

মোদী সরকার ২.০ এর প্রথম বাজেট শুক্রবার অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় পেশ করেন। নির্মলা সীতারমন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থ মন্ত্রী, যিনি বাজেট পেশ করছেন। লোকসভা নির্বাচনে বিশাল জনসমর্থন পাওয়ার পর নরেন্দ্র মোদী সরকার আজ তাঁদের প্রথম বাজেট পেশ করছে। এই বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউ ইন্ডিয়া-র স্বপ্ন পূরণ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ বাজেটের চেহারা বদলে দিয়েছেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এবার ব্রিটিশ প্রথা ভেঙে লাল ব্রিফকেশ এর যায়গায় লাল ‘বহিখাতা” এর সাথে বাজেট পেশ করেন। নিজের ভাষণে অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন সাধারণ বাজেটকে ‘দেশের বহিখাতা” বলে সম্বোধন করবেন। মোদী সরকারের অনুযায়ী, এটা ওয়েস্টার্ন সংস্কৃতি থেকে বাইরে এসে দেশের সংস্কৃতিকে আপন করে নেওয়ার শুভারম্ভ। নির্মলা সীতারমন এর ব্যাগের লাল রং ভারতীয় সংস্কৃতির লক্ষণ।

আলাদা আলাদা রিপোর্ট অনুযায়ী, আয়করে ছাড় দেওয়া সমেত দেশের জন সাধারণের জন্য অনেক বড় বড় ঘোষণা হতে পারে। নির্মলা সীতারমনের এটাই প্রথম বাজেট। ৪৯ বছর পর এবার কোন মহিলা দেশের বাজেট পেশ করছেন। এর আগে ১৯৭০ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাজেট পেশ করেছিলেন। মোদী সরকারের এই বাজেটে ৩০০ কিমি নতুন রেল লাইন স্থাপনের প্রস্তাব।

সম্পর্কিত খবর