বঙ্গ হোম পেজ
বোলপুরে মধ্যে বাংলা হান্ট থেকে দ্বিতীয় সেরা প্যান্ডেল সম্মান পেল নীলডাঙা বয়েজ ক্লাব
সৌতিক চক্রবর্তী, বোলপুর, বীরভূম:-
বোলপুরে মধ্যে বাংলা হান্ট থেকে দ্বিতীয় সেরা প্যান্ডেল সম্মান পেল নীলডাঙা বয়েজ ক্লাব
এই ক্লাবের পূজোটিকে উদ্বোধন করলেন বোলপুরে বিশিষ্ট অতিথি বর্গ। ফিতে কেটে ঢাক বাজিয়ে এই পূজোটি উদ্বোধন করা হয়।
বাংলা হান্ট এইবছর দ্বিতীয় সেরা প্যান্ডেল সম্মান দিল এই ক্লাব কে।
ক্লাবের সভাপতি বলেন,”বাংলা হান্ট আরোও বড়ো হোক এই কামনা করি। আমরা এই বছর দ্বিতীয় সেরা প্যান্ডেলে পুরস্কার লাভ করেছি। পরের বছর জেলার সেরা পাওয়ার চেষ্টা করবো”।
এই ক্লাবের বিশেষ থিম “মায়ের আসন পেতেছি মোরা হোগলা পাতার ঘরে”।
এই ছাড়াও এই ক্লাবের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইট করুন