নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে

Banglahunt :  দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বিজেপির প্রার্থীর বিরুদ্ধে শিশু সুরক্ষা কমিশনের তরফে এই অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে। শিশু সুরক্ষা কমিশনের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে বিজেপি প্রার্থীকে।কয়েকদিন আগে ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে ফলতা এক ১৭ বছরের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। নীলাঞ্জনবাবুর বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ দায়ের করা হয়।

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করে পুলিশ। তারপরেই পুরো বিষয়টা পাঠানো হয় শিশু সুরক্ষা কমিশনে। কমিশনের তরফে জানানো হয়েছে, তদন্ত করে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগের সারবত্তা আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিতে হবে। এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে বিজেপি প্রার্থীকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে।

da73e 1246d869 b74a 4d0a b58b d053e865a9e7পুরো ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, “পুরোটাই সাজানো ঘটনা। তৃণমূল বুঝতে পেরেছে যে ডায়মন্ড হারবারে হারবে তাই পিসির ভাইপো ষড়যন্ত্র করছে তৃণমূল ভয় পেয়ে এ সব করছে। আমরাও যদি জাতীয় কমিশনগুলোকে ব্যবহার করা শুরু করি, তাহলে তৃণমূলের কোনও নেতা জেলের বাইরে থাকবেন না।”

সম্পর্কিত খবর