বঙ্গ হোম পেজ
বিধান নগর পৌর নিগমের ২১ নম্বর ওয়ার্ডে সাত দিন ধরে পানীয় জল না আসায় পথ অবরোধ
অভিজিৎ প্রামানিকঃ বিধান নগর পৌর নিগমের ২১ নম্বর ওয়ার্ডে বিগত সাত দিন ধরে পানীয় জল আসছে না।
জগতপুর আদর্শ পল্লী বাসিন্দারা কাউন্সিলার কে জানায় যে গত সাত দিন ধরে তাদের পানীয় জল আসছে না এখনো পর্যন্ত তার সমস্যা মেটেনি।
আজ সকাল ন’টা নাগাদ জগতপুর আদর্শ পল্লী বাসিন্দারা রাস্তা অবরোধ করে, তাদের দাবি পানীয় জলের সমস্যা না মিটলে জগতপুর থেকে শুরু করে এবং ভিআইপি রোড অবধি আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা অবরোধ করবো।
প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইট করুন