মেডিক্যালে ভর্তিতে ডোমিসাইল বি বাতিলের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করল বাংলা পক্ষ

মেডিক্যালে ভর্তিতে ‘ডোমিসাইল বি’ ফর্ম পূরণের মাধ্যমে রাজ্যের জন্য সংরক্ষিত আসনে বাইরের রাজ্যের ছাত্র-ছাত্রীরা ভর্তি হচ্ছে। বঞ্চিত হচ্ছে রাজ্যের ছেলেমেয়েরা। অন্য রাজ্যে যেখানে সেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ না করলে এবং বাবা-মা সেই রাজ্যের স্থায়ী ভোটার না হলে সুযোগ পায় না, অর্থাৎ বাংলা ব্যতীত সহ রাজ্যে শুধুমাত্র ‘ডোমিসাইল এ’ ফর্ম পূরণের মাধ্যমে মেডিক্যালে ভর্তি হয়।

বাংলায় এর অন্যথা কেন? বাংলার ছেলেমেয়েদের এভাবে বঞ্চিত করা যাবে না। ডোমিসাইল বি বাতিলের দাবিতে বাংলা পক্ষ গতকাল স্বাস্থ্য ভবন অভিযান করে, ডেপুটেশন দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অফিসে। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মেডিক্যাল নীট উত্তীর্ণ পরীক্ষার্থী। অনেকে বসিরহাট, সুন্দবন ও মুর্শিদাবাদ থেকে এসেছিলেন।

a4f06 62229437 463873824179991 8488164044841156608 n

বাংলা পক্ষর তরফে উপস্থিত ছিলেন দীপাঞ্জন বসু, অরুন সেন, প্রদীপ হাজরা, অনি দত্ত, শুভব্রত ব্যানার্জী, কৌশিক মাইতি প্রমুখ।

উপস্থিত কৌশিক মাইতি জানান, ‘আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এই শিক্ষাবর্ষেই মেডিক্যালে ভর্তিতে ডোমিসাইল বি বাতিল করতে হবে। ‘

সংগঠনের মুখ অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় জানান, ‘এভাবে আমাদের ছেলেমেয়েদের বঞ্চিত করে বিহার, উত্তরপ্রদেশ ও অন্যনা রাজ্যের ছেলেমেয়েদের এখানকার কলেজে ভর্তি করা যাবে না। আমাদের ছেলেমেয়েরা সেখানে সুযোগ পায় না। সরকারকে এবার ডোমিসাইল বি বাতিল করতেই হবে।’

সম্পর্কিত খবর