সাগড়ভাঙ্গায় একটি বেসরকারী কারখানায় কাজ থেকে বাদ দিয়ে দেওয়ার অভিযোগে শ্রমিক বিক্ষোভ

সনাতন গরাই,দুর্গাপুর: দুর্গাপুরের সাগড়ভাঙ্গার একটি বেসরকারী কারখানায় যখন তখন শ্রমিকদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার অভিযোগ উঠলো।কারখানা কর্তৃপক্ষ কিছু না জানিয়ে কাজ থেকে বরখাস্ত করে দিচ্ছে শ্রমিকদের বলে অভিযোগ।নিচুতলার শ্রমিকদের অভিযোগ,কারখানা কর্তৃপক্ষ এইব্যাবহারের ফলে আমাদের সংসার চলছে না।

মঙ্গলবার সকাল থেকে প্রায় হাজার খানেক শ্রমিক বিক্ষোভে সামিল হল।তারা জানায় কারখানা কর্তৃপক্ষ আমাদের এলাকার ছেলেদের কাজ দিচ্ছে না,বাইরে থেকে লোক নিয়ে এসে কম মজুরি দিয়ে কাজ করাচ্ছে।কারখানার বিষাক্ত ধোঁওয়া ও বিষাক্ত জল এলাকার মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।এলাকার শ্রমিকদের ঠিক ঠাক মজুরি দেয় না।

77f4c img 20190625 wa0164তাদের অভিযোগ আমাদের পি এফ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে কারখানা কর্তৃপক্ষ।আগে বহুবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।এবার যদি কথা না শুনে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক পক্ষ।

সম্পর্কিত খবর