এবার অঞ্চল সভাপতিকে জেল খাটাবেন বললেন অনুব্রত
বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে কঠোরভাবে জেলার রাজনৈতিক পরিস্থিতিকে নিজের হাতে নিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
এলাকায় কোনও রকম বিশৃঙ্খলা তিনি সহ্য করবেন না। এমনকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা বিরোধী শিবিরের সাথে দাঙ্গা কোন কিছুই সহ্য করবেন না তিনি। এলাকার শান্তি বজায় রাখতে না পারলে প্রয়োজনে ব্লক প্রেসিডেন্টকে খারিজ করবেন তিনি।
এমনকি পরিস্থিতি হাতের বাইরে গেলে অঞ্চল সভাপতিকে জেল খাটানোর কথাও বলেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেষ্ট বলেছেন, ‘যদি কোনও অঞ্চলে এবার কিছু বিশৃঙ্খলা শুরু হয় তবে অঞ্চল সভাপতি জেল খাটবে। তার দায়িত্ব তো আমি নেব না। আমি ব্লক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করব আর অঞ্চল সভাপতিকে জেল খাটাবো।
হতে পারে যে আমি একে প্রধান রাখব না। অঞ্চল প্রেসিডেন্টের মাধ্যমে ব্লক প্রেসিডেন্ট আসুক। আমাকে বলুক। আমি ৬ মাস বাদে আবার পাল্টে দেব। কিন্তু কোনো বিশৃঙ্খলা হলে অঞ্চল সভাপতিকে জেল খাটাব।
আর ব্লক প্রেসিডেন্টকে খারিজ করব।’ ইতিমধ্যে বিজেপি থেকে তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করে অনুব্রত মন্ডলের কাছে চারজন চিঠি দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে অন্য দলের কাউকে দলে নিতে নারাজ বীরভূম জেলা সভাপতি। তার দাবি, আগে লোকসভা নির্বাচনের ফলাফল দেখব তারপর সিদ্ধান্ত নেব নতুন কাউকে দলে নেব কিনা।
প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইট করুন