দুবাইয়ের ভারতীয় পুরুষোত্তম জমিয়েছেন ৫৫ দেশের দু’হাজার রকমের মুদ্রা যা তিনি বিক্রয়ে নারাজ

বাংলা হান্ট ডেস্ক : বছর বারো থেকে শুরু করে এখন তিনি পঁচাশি। দুবাইয়ের অনাবাসী ভারতীয় পুরুষোত্তম মুখি যার সংগ্ৰহে এখন দু’হাজার রকমের কয়েন। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের, বিভিন্ন সময়কার নোট। দুবাইয়ে সুগন্ধি ও কাপড়ের দোকানের মালিক মুখি ৫৫টি দেশ ঘুরেছেন।

   

 

১৯৪০ থেকে তিনি ইউরোপিয় বিভিন্ন দেশের কয়েন ওব্রটিশ শাসনকালে ভারতীয় মুদ্রাও সংগ্রহ শুরু করেন পুরুষোত্তম। ১৯৭৮ সালে ভারত থেকে দুবাই চলে যান। সেখানে গিয়েও তাঁর সংগ্রহ বাড়াতে থাকেন।আরব আমির শাহি ও পাকিস্তানের প্রথম দিককার অনেক নোটও রয়েছে।

তাঁর এই সংগ্ৰহ যাকে সাধনার ধন বলাই শ্রেয়। সেই সাধনায় সত্যিই তিনি পুরুষোত্তম আজ।যখনই তিনি কোনও নতুন দেশে গিয়েছেন, সেখানকারই মুদ্রা সংগ্রহ করেছেন। নিজেকে তিনি ক্রেতা বলেই পরিচয় দিতে স্বচ্ছন্দ।

সম্পর্কিত খবর