Home খেলা যুবভারতী সুরক্ষিত ও সুসজ্জিত রাখতে কড়া বার্তা ক্রীড়া মন্ত্রীর

যুবভারতী সুরক্ষিত ও সুসজ্জিত রাখতে কড়া বার্তা ক্রীড়া মন্ত্রীর

0
শেয়ার করুন

সপ্তর্ষি সিংহঃ অতীতে বড় ম্যাচে গন্ডগোলে স্টেডিয়াম চত্বর রণক্ষেত্র হয়েছিল এমন উদাহরন রয়েছে। ম্যাচের ফলাফল বদলে গেলে দর্শকদের উত্তেজনা ও হাতাহাতিতে রং বদলাতে বেশি সময় লাগে না। মাঠে ম্যাচের ফলাফল দর্শকদের বিপক্ষে গেলে সেই ক্ষোভ আক্রোশ ফেটে পড়ে গ্যালারিতে। স্টেডিয়াম ভাঙচুর,আগুন জ্বালানো,ইট বৃষ্টি কিংবা চেয়ার ভাঙ্গার ঘটানো বারংবার ঘটেছে। কিণ্তু সেই বিষয়ে ডার্বির আগে দুই ক্লাবের কর্তাদের প্রায় কড়া বার্তা দিলেন ক্রীড়া মন্ত্রী। বিশ্বকাপের আগে নতুন করে সেজে ওঠা যুবভারতীকে নষ্ট করলে আর বরদাস্ত করা হবেনা। অর্থাৎ ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি জানান সমর্থকদের দ্বারা স্টেডিয়ামে কোন রকম ক্ষয় ক্ষতি হলে সেই দায় নিতে হবে সেই ক্লাবকে। যুবভারতীতে সপারিষদ বৈঠকে উপস্হিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মোহনবাগানের পক্ষ থেকে সৃঞ্জয় বসু,দেবাশিষ দত্ত,ইষ্টবেঙ্গলের তরফে দেবব্রত সরকার,আই লিগ সিইও সুনন্দ ধর, বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং। সুতরাং কোটি কোটি টাকা খরচে নতুন রূপে সেজে ওঠা যুবভারতীতে থাকছে ২৪৪টি সিসিটিভির নজরদারি । ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যে সহমত পোষন করেছেন দুই দলের কর্তারা। বিশ্বকাপের মত এই ম্যাচে স্টেডিয়ামে আসা যাওয়ার জন্য বাসের ব্যবস্হা থাকবে।

শেয়ার করুন

আপনার মতামত প্রদান করুন