Home পেজ থ্রি ছয় ডাকাতের গল্প ‘বাদশাহো’তে উষ্ণতার পারদ চড়ালেন সানি লিওন

ছয় ডাকাতের গল্প ‘বাদশাহো’তে উষ্ণতার পারদ চড়ালেন সানি লিওন

0
শেয়ার করুন

 

পলাশ নস্কর : আবার গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ সিনেমার সুলতান মির্জা হয়ে পর্দায় আসা অজয় দেবগনকে।


সম্প্রতি মুক্তি পেয়েছে বাদশাহো সিনেমার ট্রেলার। মিলন লুথারিয়ার এই ছবির পেক্ষাপট জরুরি অবস্থা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক নির্দেশেই সারা দেশে তৈরি এক অস্থির পরিস্থিতি। এসময়ই এক রাজ্য থেকে অন্য রাজ্যে সোনা বয়ে নিয়ে যেতেন সেনারা। আর তাদের চোখের সামনেই তা লুট করত ছয় ডাকাত। ছবির কাহিনী এরকমই,ইঙ্গিত মিলল ট্রেলারে। এ ছবির উপপাদ্য ছয় ডাকাতের জীবনই। ডাকাতের ভূমিকায় দেখা যাবে, অজয় দেবগন, ইমরান হাসমি, ইলিয়ানা ডিক্রজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামওয়াল ও সঞ্জয় মিশ্রকে। তবে ট্রেলারের তুরুপের তাস সানি লিওন। ছবি যে সানিকে দেখা যাবে কেউ জানতেন না। ইমরান হাসমির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ট্রেলারেই উষ্ণতার পারদ চড়িয়ে দিয়েছেন সানি। প্রত্যাশামতোই সকলের তুখোড় অভিনয় আর সানির লাস্যে মজতে অপেক্ষায় থাকতে হবে আড়াই মাস। ছবিটি মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।

শেয়ার করুন

আপনার মতামত প্রদান করুন