Home পেজ -3 মুক্তি পাবে “না” , বলল পাকিস্তান

মুক্তি পাবে “না” , বলল পাকিস্তান

17
0
শেয়ার করুন

বাংলা hunt ডেস্ক : বলিউডের সিনেমা গুলিকে ঘীরে একের পর এক অশান্তি। পদ্মাবতীর মুক্তিকে কেন্দ্র করে খোদ ভারতেই রণক্ষেত্র। এবার সেই রণ ক্ষেত্রের তালিকায় এবার যুক্ত হলো ” টাইগার জিন্দা হ্যায়” সিনেমাটি।

শুধু মুখ নয় , গায়ের রং ও ফর্সা করুন এই উপায়ে

অনেক বছর পরই সালমান ক্যাটরিনা জুটির বহু আকাঙ্খিত সিনেমা এটি। কিন্তু সেই সিনেমাকে দেখার আগেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিলো পাকিস্তানের সেন্সর বোর্ড । “এক থা টাইগার” সিনেমাটির সময় ও এমনটাই হয়েছিল । পাকিস্তানে এই ছবি মুক্তি পাইনি । আর এখন এমনটা করা হলো । কারণ জানতে চাইলে পাকিস্তানের সেন্সর বোর্ড অফ ফ্লিম সার্টিফিকেসনের সভাপতি মোবাসের হাসান বলেন , ” ঠিক একই কারণে টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি মুক্তি পাবেনা, যে কারণে এক থা টাইগার কে মুক্তি দেওয়া হয় । কারণ এই সিনেমাটিতে পাকিস্তানের ভাবমূর্তি ও আইনশৃঙ্খলার চিত্র সঠিক ভাবে প্রকাশ হয়নি”। অন্য দিকে এই ছবির ডিস্ট্রিবিউটর সুলেমান এস লালানি জানান, ” আমরা চেয়েছিলাম ছবিটা পাকিস্তানের সেন্সর বোর্ড দেখুন। তারপর যদি তাঁদের মনে হয় ছবিটিতে এমন কিছু রয়েছে যা পাকিস্তানের ইসলামদের পক্ষে অসম্মানজনক, তাহলর এই ছবি প্রদশনের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারেন তাঁরা। কিন্তু কোনো কারণ না দেখিয়েই মিনিস্ট্রি অফ ইনফরমেশন থেকে আমাদের বার্তা দেওয়া হলো এই ছবি টিকে পাকিস্তানে এন ও সি দেওয়া হচ্ছে না। ” এদিকে, পাকিস্তানে সালমান খানের ফ্যানের সংখ্যা প্রচুর । যে কারণে সালমান খানের প্রায় প্রত্যেকটি ছবি ই মারাত্মক ব্যবসা করে । তাই সিনেমা না মুক্তি পাওয়ায় মাথায় হাত পরিচালক আলী আব্বাস জাফরের । ছবিটি বাণিজ্যিক ভাবে ভালোই ক্ষতিগ্রস্থ হবে।

আরও পড়ুন   ভয়ঙ্কর চাপে পাকিস্তান
loading...
শেয়ার করুন
Share a little biographical information to fill out your profile. This may be shown publicly.

আপনার মতামত প্রদান করুন