অমর্ত্য সেনের ‘জয় শ্রীরাম’ বক্তব্য কে কটাক্ষ : মুকুল রায়

রাজীব মুখার্জী,বাংলা Hunt : নোবেলজয়ী অমর্ত্য সেনের জয় শ্রীরাম বক্তব্য কে কটাক্ষ করেন আজ মুকুল রায়ের। তিনি বলেন পন্ডিত মানুষ সত্য অস্বীকার করছে। যিনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, তাই তিনি দেশটাকেই ভুলে গিয়েছেন। ভুলে গিয়েছেন এ দেশের সংস্কৃতিক ও ইতিহাস। ভুলে গিয়েছেন গীতা , রামায়ণ ও মহাভারত কে।

   

এদিন হাওড়া পঞ্চানন তলা বিজেপির পক্ষ থেকে এক যোগদান কর্মসূচিতে অংশ নিতে এসে এই ভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায় ।
এছাড়াও তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের ১০৭ জন বিধায়কের নাম ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে দলে যোগদানের জন্য । একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন বর্তমানে তৃণমূল দলের সভাপতি কে? প্রশান্ত কিশোর কিনা সেটা আগে বলুক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল দল কি টা এখন কোনো কোম্পানিতে পরিণত হয়েছে! পাশাপাশি আজকে সাঁতরাগাছিতে গুলি চালানোর প্রসঙ্গ নিয়ে মুকুল রায় বলেন, বিজেপি তার নিজের নীতি আদর্শে বিশ্বাসী। বিজেপি গুন্ডামি করে না।


আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন দলের শিক্ষা সেলের প্রায় ৩০০ জন শিক্ষক সহ অন্যান্য দলের ২০০ জন কর্মী মুকুল রায়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজেপি তে যোগদান করেন।

সম্পর্কিত খবর